আলু , বেগুন সহ সব্জীর মালা নিয়ে পদযাত্রায় তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ‍্যায়

9th December 2020 9:51 pm কলকাতা
আলু , বেগুন সহ সব্জীর মালা নিয়ে পদযাত্রায় তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ‍্যায়


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : বেহালা পর্ণশ্রীর ১৩১ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবী রত্না চ্যাটার্জীর নেতৃত্বে আজ কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। রত্না চ্যাটার্জী বললেন, মমতা ব্যানার্জির ডাকে  ১৩১ নম্বর ওয়ার্ডে কৃষকদের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিরোধিতা করে এই মিছিলের আয়োজন করা হয়েছে।
এর পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল নিয়ে এসেছে সেটা তারা জোর করে লোকসভা এবং রাজ্যসভায় বিল পাস করিয়ে নিয়েছে, তাই নিয়ে পাঞ্জাবে কৃষকরা আন্দোলন শুরু করেছে তাই তারা ঠিক করেছে যতক্ষণ না এই বিল কেন্দ্রীয় সরকার উইথড্র করে নেবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং তারা কোন রকম ফসল চাষ করবে না। তাদের আন্দোলনের ডাকে সাড়া দিয়ে মমতা ব্যানার্জি বলেছেন সবসময় তাদের পাশে আছেন এবং আজ তারই প্রতিবাদে সারা বাংলার বিভিন্ন ব্লকে ও কলকাতার বিভিন্ন ওয়ার্ডে প্রতিবাদী মিছিল করা হয়।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।